Wellcome to National Portal
কবি নজরুল ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মে ২০২৩

এ এফ এম হায়াতুল্লাহ

জনাব এ এফ এম হায়াতুল্লাহ (৫৭৮৫) ১৭ এপ্রিল ২০২৩ তারিখে কবি নজরুল ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন। কবি নজরুল ইনস্টিটিউটে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান (গ্রেড-১) পদে নিয়োজিত ছিলেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপসচিব, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন। পেশাগত জীবনে তিনি সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন। তিনি প্রাক্তন ও প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রয়াণের পূর্ব পর্যন্ত তাঁর একান্ত সচিব (২০১৬-২০১৯) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জনাব এ এফ এম হায়াতুল্লাহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ১১ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে যোগদান করেন।

মাঠ পর্যায়ে তিনি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক, কিশোরগঞ্জ জেলার তাড়াইল ও শেরপুর জেলার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মধুপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং শেরপুর ও টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেসিতে ৩য়, ২য় ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে-ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

জনাব এ এফ এম হায়াতুল্লাহ ৩১ ডিসেম্বর ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের অন্তর্গত বাগুন্দা গ্রামের মরহুম এ কে এম ইমামুদ্দিন ও ফিরোজা বেগম দম্পতির পঞ্চম পুত্র।

জনাব এ এফ এম হায়াতুল্লাহ ১৯৭৯ সালে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন। ঐ সময়ে তিনি কৃষি বিজ্ঞান বিভাগে ঢাকা বোর্ডে প্রথম স্থান অর্জন করেন। ১৯৮১ সালে তিনি বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে ১৯৮৫ ও ১৯৮৬ সালে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে ২০০৫-২০০৬ সালে তিনি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ ‘বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন’ এর ওপর এম.এস. ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ২০১৩-২০১৪ তে বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি থেকে ‘পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট’ এর ওপর তৃতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সবশেষে তিনি ২০২২ সনে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে কৃষি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

জনাব এ এফ এম হায়াতুল্লাহ বাল্যকাল থেকে লেখালেখির সঙ্গে যুক্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর বাণী সংকলন করেছেন ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বাণীসমুচ্চয়’ নামে। তিনি বঙ্গবন্ধু ও নজরুলের লড়াই-সংগ্রামের সাদৃশ্য নিয়ে রচনা করেন ‘চেতনাগত ঐক্য: বঙ্গবন্ধু ও নজরুল’ শীর্ষক গ্রন্থটি। তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘ময়ূখ’। ‘সময়ের কাননে অসময়ের কুসুম’, ‘ঝরতি ফুলের মধু’, ‘জীর্ণ তরুর শীর্ণ পল্লব’, ‘ছায়া ছায়া আলোর মায়া’ তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ। তিনি Women and Gender শীর্ষক পাঠ্য পুস্তকটি সম্পাদনা করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওপর তাঁর অধ্যয়ন, গবেষণা ও রচনা বিশেষ ব্যতিক্রমী। তাঁর রচিত ‘অন্য রকম নজরুল’, ‘আমার নজরুল: প্রজন্মে প্রজন্মে’, ‘বাঙালির নজরুল’, ‘অনাবিষ্কৃত নজরুল’, ‘নজরুল সিন্ধুর কয়েক বিন্দু’, ‘শিশু বান্ধব নজরুল’, ‘নজরুল-সাহিত্যের মণি-মঞ্জুষা’ শীর্ষক নজরুল বিষয়ক গ্রন্থ পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। তিনি বিশ্বখ্যাত নজরুল গবেষক উইনস্টন ই ল্যাংলি রচিত নজরুল বিষয়ক গবেষণা গ্রন্থ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন। তাঁর সম্পাদিত গ্রন্থসমূহের মধ্যে ‘তাড়াইল উপজেলা প্রোফাইল’, ‘শেরপুর জেলা পরিচিতি’, ‘শেরপুর উপজেলা প্রোফাইল’ এবং ‘মাওলানা ইমামুদ্দিন স্মারকগ্রন্থ’ সুধীজন কর্তৃক সমাদৃত হয়েছে। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা সন্তানের পিতা।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon