Wellcome to National Portal
কবি নজরুল ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd অক্টোবর ২০২৪

মোঃ লতিফুল ইসলাম শিবলী

‘৮০ আর ‘৯০ দশক জুড়ে একদল খ্যাপাটে তরুণ বাংলা গান দিয়ে একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়ে দিয়েছিল, লতিফুল ইসলাম শিবলী তাদের একজন। 

পয়লা বৈশাখের এক কাকডাকা ভোরে জন্ম নিয়েই দেখে, বাংলাদেশে চলছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি। ফুলছড়ি, বাহাদুরাবাদ ঘাটে পাকিস্তানি সেনাবাহিনির অবস্থানের ওপর যখন ইন্ডিয়ান মিগ থেকে বোমা ফেলা হচ্ছিল, তখন মুক্তিযোদ্ধা বাবার সঙ্গে বাঙ্কারে বসে শিশুটি বলছিল, ‘আল্লাহ্, রক্ষা কর’—গল্পটি শিবলীর মায়ের কাছে শোনা। তখন যুদ্ধ না বুঝলেও নব্বইয়ের দশকের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের ভেতর দিয়েই তাঁর বেড়ে ওঠা। ইন্টারমিডিয়েটে পড়াকালেই স্বৈরশাসকের জেল জুলুম আর হুলিয়া মাথায় নিয়ে চলে আসেন নাটোর থেকে ঢাকায় ।

অভিনয়ের উপর এক বছরের ডিপ্লোমা কোর্স শেষে গ্রুপথিয়েটার নাট্যচক্রের সঙ্গে মঞ্চনাটকে কাজ করতে করতেই ধীরে ধীরে বিকশিত হতে থাকেন শিল্পের অন্যান্য মাধ্যমে।

অভিভাবকদের রক্তচক্ষু উপেক্ষা করে একদল গানপাগল তরুণ ব্যান্ড সংগীতের মাধ্যমে বাংলা গানের ধারায় যে-পরিবর্তন এনেছে, শিবলী তাদেরই অন্যতম।

যুগযন্ত্রণার ক্ষ্যাপামো মজ্জাগত বলেই প্রথা ভাঙার যুদ্ধে শিবলী হয়ে ওঠেন আপাদমস্তক ‘রক’। আধুনিক জীবনযন্ত্রণাগ্রস্ত তারুণ্যের ভাষাকে শিবলী উপস্থাপন করেছেন অত্যন্ত সহজসরল ‘রক’ এর ভাষায়। তাঁর সাফল্য এখানেই । তাই অল্প সময়ের মধ্যেই শিবলী পরিণত হয়েছেন এদেশের ব্যান্ড সংগীতজগতের কিংবদন্তি গীতিকবিতে ।

শিবলীর লেখা (প্রায় ৩০০/৪০০) জনপ্রিয় গানের মধ্যে কয়েকটি:

জেল থেকে বলছি | কথা-সুর: শিবলী, ফিলিংস /নগরবাউল
তুমি আমার প্রথম সকাল | তপন চৌধুরী-শাকিলা জাফর
কষ্ট পেতে ভালবাসি | আইয়ুব বাচ্চু (এলআরবি)
কেউ সুখি নয় | আইয়ুব বাচ্চু
হাসতে দেখো, গাইতে দেখো | আইয়ুব বাচ্চু
কত কষ্টে আছি | জেমস
পালাবে কোথায় | জেমস
মাকে বলিস | আইয়ুব বাচ্চু
কষ্ট কাকে বলে | আইয়ুব বাচ্চু
একজন বিবাগি | জেমস
রাজকুমারী | আইয়ুব বাচ্চু
আহা, জীবন! | আইয়ুব বাচ্চু
নীল বেদনা | আইয়ুব বাচ্চু
একটা চাকরি হবে, চাঁদমামা? | আইয়ুব বাচ্চু
লাশকাটা ঘর | নিলয় দাস
কার কাছে যাব | আইয়ুব বাচ্চু
কী ভাবে কাঁদাবে তুমি (যতটা মেঘ হলে বৃষ্টি নামে) | খালিদ (চাইম)
জোসি প্রেম | জেমস
নাটোর স্টেশন | জেমস
প্রিয় আকাশি | জেমস
ভালবাসার যৌথ খামার | জেমস
মধ্যরাতের ডাকপিয়ন | জেমস
মন্নান মিয়ার তিতাস মলম | জেমস
জঙ্গলে ভালবাসা | জেমস
কতটা কাঙাল হয়ে থাকি | জেমস
হাজার বর্ষারাত | পার্থ (সোলস)
বড়বাবু মাস্টার | আইয়ুব বাচ্চু
পলাশীর প্রান্তরে | মাইলস
ঘুমাও তুমি | জেমস
গিটার কাঁদতে জানে | জেমস
হাত বাড়ালে বন্ধু হব | টিপু
এ-শহরের কত-শত অট্টালিকার ফাঁকে (জানালাভরা আকাশ) | জেমস
চাই জল | আইয়ুব বাচ্চু
মানুষ বড় একা | আইয়ুব বাচ্চু
ও আমার প্রেম | আইয়ুব বাচ্চু
কষ্ট পেলে নষ্ট হব কেন | আইয়ুব বাচ্চু
তুমি নও, আমার বেদনা আমি বুঝি | আইয়ুব বাচ্চু
নীল আকাশ যত দূর দেখা যায় | জেমস
পেশাদার খুনি | জেমস
হ্যালো, ঢাকা! | মাইলস
প্রানের শহর ঢাকা | জেমস (অ্যালবামঃ জেল থেকে বলছি)
মাঝে কিছু বছর গেল | সুমনা হক
নিঝুম রাতের তারার মেলায় । duet আগুন- সুমনা হক
শেষ ঠিকানা | মাইলস
তুমি কোন দিকে ফেরাবে চোখ – শাফিন আহমেদ
তুমি একা থাক যখন অগোছালো তোমার ঘরে | আইয়ুব বাচ্চু
বিষনন হুইসেল | শুভ্র দেব
দুরে কোথাও পালাবার ঠিকানা নেই আমার | ঝলক
যত দুর যত পথ | আজম খাঁন
চাঁদের সাথে জেগে মধ্য রাতে । শেখ ইসতিয়াক
প্রিয়তমা তুমি কখনো পুরোন হবেনা | আইয়ুব বাচ্চু
যাবে যদি চলে যাও | আইয়ুব বাচ্চু
খুব সাধারন জীবন আমার | আইয়ুব বাচ্চু
রংধনু হয়ে যাই | আইয়ুব বাচ্চু
প্রেমিক মেয়র | সোলস (অ্যালবামঃ অসমের গান)
পায়ের আওয়াজ শুনি | সোলস (অ্যালবামঃ অসময়ের গান)
নিঃসঙ্গতা | হামিন আহমেদ (অ্যালবামঃ একটি গোলাপ)
নীল সাগরের হিমেল বাতাসে | আইয়ুব বাচ্চু (অ্যালবামঃ টি এণ্ড টি)
আর্তনাদ | আইয়ুব বাচ্চু (অ্যালবামঃ ঘৃণা)
তুমি আর কারো নয় | চন্দন wining(অ্যালবামঃ ঘৃণা)
একাকী আকাশের সন্ধ্যাতারা | নকীব খান (অ্যালবামঃ ঘৃণা)
ব্যবিলন | জেমস (অ্যালবামঃ স্ক্রু-ড্রাইভার)
একা গাঙচিল – হামিন আহমেদ (বিষন্ন ভালবাসা)
নির্জনতার গান – শাফিন আহমেদ (তোমাকে)
আরশী ও আমি | নিলয় দাশ (অ্যালবামঃ সন্ধ্যাতারা)
অপবাদ | নিলয় দাশ (অ্যালবামঃ সন্ধ্যাতারা)
বন্দী জেগে আছে | LRB অ্যালবামঃ Screw Driver
বন্দী জেগে আছে | পার্থ (অ্যালবামঃ t&t (Tone & Tune)
চলে গেলেই বুঝতে পারি এসেছিলে তুমি | আইয়ুব বাচ্চু
সাড়ে তিন হাত ভুমি | জেমস (অ্যালবামঃ পালাবে কোথায়)
মনে পড়ে গেলো | নীলয় এবং ফাহমিদা নবী(অ্যালবাম- শুধু তোমার জন্য
কপালে যে টিপ পরেছ তুমি সেইতো সন্ধ্যা তারা | নীলয়

আরও অনেক অনেক গান………

নব্বই দশকের গীতিকবি শিবলী এখন জনপ্রিয় উপন্যাসিক।
শিবলী’র প্রথম এবং বেস্টসেলার উপন্যাস- ‘দারবিশ’। প্রকাশিত হয়েছে ২০১৭ সালে।
দ্বিতীয় উপন্যাস ‘দখল’। প্রকাশিত হয়েছে ২০১৮ সালে।
তৃতীয় উপন্যাস ‘আসমান’। প্রকাশিত হয়েছে ২০১৯ সালে।
চতুর্থ উপন্যাস ‘রাখাল’। প্রকাশিত হয়েছে ২০২০ সালে।
পঞ্চম উপন্যাস ‘ফ্রন্টলাইন’। প্রকাশিত হয়েছে ২০২১ সালে।
ষষ্ঠ উপন্যাস ‘অন্তিম’। প্রকাশিত হয়েছে ২০২২ সালে।
সপ্তম উপন্যাস ‘নূর’। প্রকাশিত হয়েছে ২০২৩ সালে।
অষ্টম উপন্যাস ‘ইমাম’। প্রকাশিত হয়েছে ২০২৪ সালে। 

পাঠকের চাহিদা আর আন্তর্জাতিক বিপণনের জন্য শিবলীর প্রতিটি উপন্যাস পর্যায়ক্রমে ইংরেজিতে অনুবাদ করা হচ্ছে।

ইংল্যান্ডের নামকরা প্রকাশনা সংস্থা- অস্টিন ম্যাকোলে পাবলিশার, শিবলী’র উপন্যাস দখল এর ইংরেজি ‘দ্য সিজ’ প্রকাশ করেছে লন্ডন থেকে। বইটি এখন পৃথিবীর সমস্ত নামকরা অনলাইন অফলাইন বুকস্টোরে পাওয়া যাচ্ছে।

‘কমপ্লিট ম্যান’ খ্যাত ঝুঁটিবাঁধা সেঞ্চুরি ফেব্রিকসের দুর্দান্ত সেই মডেল শিবলী ছিলেন তাঁর সময়ের ফ্যাশন-আইকন।

তিনি একজন সফল নাট্যকার। বিটিভির যুগে তাঁর লেখা প্রথম সাড়া জাগানো নাটক ‘তোমার চোখে দেখি'(১৯৯৫)। আরও লিখেছেন-
রাজকুমারী,
হাইওয়ে টু হেভেন,
গুড সিটিজেন,
নুরু মিয়া দ্যা পেইন্টার,
যত দূরে থাকো,
বৃষ্টি আমার মা,
রান বেইবি রান,
আন্ডারগ্রাউণ্ড,
শহরের ভিতরে শহর
সেকেন্ড চান্স,
স্পন্দন,
মিলিয়ন ডলার বেইবি,
দ্যা ব্রিফকেস

নিজের লেখা নাটক ‘রাজকুমারী’তে(১৯৯৭) মির্জা গালিব চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় এখনও অনেকের মনে থাকার কথা।

শিবলীর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ– ‘ইচ্ছে হলে ছুঁতে পারি তোমার অভিমান’ (১৯৯৫)।
দ্বিতীয় কাব্যগ্রন্থ– ‘তুমি আমার কষ্টগুলো সবুজ করে দাও না'(২০১০)।
তৃতীয় কাব্যগ্রন্থ–মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ, বুকের ভেতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস'(২০১৪)
চতুর্থ কাব্যগ্রন্থ- ‘যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে’, (২০২৩)।

বাংলা একাডেমী প্রকাশ করেছে তাঁর ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন'(১৯৯৭) নামে ব্যান্ড সংগীতের ওপর লিখিত প্রথম এবং একমাত্র গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ।

নিজের লেখা, সুর ও কম্পোজিশনে এবং নিজের কণ্ঠে গাওয়া তার প্রথম অ্যালবাম– ‘নিয়ম ভাঙার নিয়ম'(১৯৯৮)।

শিবলী’র কাহিনী সংলাপ এবং চিত্রনাট্যে ও গীতিকবিতায় প্রথম পূর্ণদৈঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল'(২০১৫)

স্বভাবজাত বোহেমিয়ান, ঘুরেছেন ইউরোপের আমেরিকার
পথে-প্রান্তরে… তিনি ঘুরেছেন ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, জার্মানি; এছাড়া ভারত, সৌদি আরব, কাতার, দুবাই, চায়না, মালয়শিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তুরস্ক, এবং আমেরিকা।

প্রিয় বিষয় কম্পারেটিভ আইডিওলজি অ্যান্ড রিলিজিয়ন স্টাডিজ, পলিটিক্স, হিস্ট্রি, এনভায়রনমেন্ট, পেইন্টিংস।

প্রথাগত শিক্ষায় তিনি মাস্টার্স।

শৈশব-কৈশোর আর তারুণ্যের শহর নাটোর। যৌবনের শহর ঢাকা আর লন্ডন।

ভালবাসেন মাছ ধরতে, জঙ্গলে ঘুরতে, ক্ষেতে কাজ করতে, গ্রিল ও বার্বিকিউ করতে।

ফুটফুটে দুই সন্তান ওমর এবং ওসমানের বাবা তিনি।