খ্যাতিমান ভাষাবিদ ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক অধ্যাপক ড. মনিররুজ্জামান গত ২৭-০৮-২০২৪ খ্রিঃ তারিখ মঙ্গলবার বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কবি নজরুল ইনস্টিটিউটে নির্বাহী পরিচালক হিসেবে ১৮.০২.১৯৯১ থেকে ১২.০২.১৯৯৩ পর্যন্ত কর্মরত ছিলেন। কবি নজরুল ইনস্টিটিউট পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।