Wellcome to National Portal
কবি নজরুল ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ এপ্রিল ২০২২

বাংলা নববর্ষ উদ্‌যাপন ১৪২৯ (১৪.০৪.২০২২)


প্রকাশন তারিখ : 2022-04-14

বাংলা নববর্ষ উদ্‌যাপন ১৪২৯ উপলক্ষে ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মি. কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব জনাব মো. আবুবকর সিদ্দিক। বিশেষ অতিথি  বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক জনাব নওরোজ মোহাম্মদ সাঈদ। সভাপতিত্ব করেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ জাকীর হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন কবি নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক জনাব মো. মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক জনাব মো. ফখরুল আলম। সংগীত পরিবেশন করেন শিল্পী লুৎফুন্নাহা পাখি, শিল্পী সেলিম রোজা, শিল্পী শাহিনা আক্তার পাপিয়া, শিল্পী শহীদুল ইসলাম খান। সমবেত সংগীত ও নৃত্য পরিবেশন করেন ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী শিল্পীবৃন্দ। সমবেত সংগীত পরিচালনায় ছিলেন ইনস্টিটিউটের নজরুল-সংগীত প্র্রশিক্ষক শিল্পী সালাউদ্দিন আহমেদ।