Wellcome to National Portal
কবি নজরুল ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০২১

নির্বাহী পরিচালক

জনাব মোহাম্মদ জাকীর হোসেন, কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামে ১৯৬৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে অনার্সসহ অর্থনীতিতে (স্নাতক) ও ১৯৮৬ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয়ে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। বেলজিয়ামের লোভেন বিশ্ববিদ্যালয়ে বিজনেস কমিউনিকেশনস এন্ড স্কিলস (BUSCOM) বিষয়ে তিনি ডিগ্রী অর্জন করেন।

 

কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন উপজেলা/জেলায় কর্মরত ছিলেন এবং শেরপুর জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যুগ্মসচিব/অতিরিক্ত সচিব হিসেবে কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন।

 

তিনি একজন সাহিত্য অনুরাগী হিসেবে লিখালিখির সঙ্গে যুক্ত আছেন। অমর একুশে গ্রন্থমেলায় বিভিন্ন সময়ে তাঁর রচিত ‘প্রিয় নজরুল বিবিধ প্রসঙ্গ’, ‘ফুলে ফুলে ঢলে ঢলে’, ‘সর্বজয়ী নজরুল’ ও ‘নতুন দরজা’ নামে চারটি বই প্রকাশিত হয়েছে।

 

তাছাড়া চাকুরি জীবনে তিনি চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানী, ফ্রান্স, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম ও কেনিয়া সফর করেছেন।

 

তিনি একজন নজরুল অনুরাগী ব্যক্তি।